সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৭ ১৫:০৪

সাংসদ লিটন হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

গাইবান্ধার সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রধান সন্দেহভাজন আশরাফুল ও তার সহযোগী জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) র‍্যাব-১-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান।

আশরাফুল সুন্দরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির হাজি ইউনুসের ছেলে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন।

ওই রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত