সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৭ ১৯:৫০

আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন মান্না

আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ ও সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলায় তিনি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রার্থনা করে আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদানের অনুমতি চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালতের বিচারক সাদবীর ইয়াছিল আহসান চৌধুরী মান্নাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করেন। মামলা দুটিতে কোন পুলিশ প্রতিবেদন না আসায় প্রতিবেদনের জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করেছেন বিচারক।

মান্না-খোকা ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি মান্নাকে আটক করে র‌্যাব-২। গত বছরের ১৮ ডিসেম্বর ২১ মাস কারাভোগের পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মান্না।

 

আপনার মন্তব্য

আলোচিত