সিলেটটুডে ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৭ ১৬:৫৬

রাস্তা বন্ধ করে সমাবেশ নয়, মিছিল শুধু ছুটির দিন: কাদের

এখন থেকে রাস্তা বন্ধ করে কোথাও সমাবেশ করা হবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেবল ছুটির দিন মিছিল করার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন বলেও জানান কাদের।

শুক্রবার সকালে রাজধানীর রাসেল স্কয়ারে আওয়ামী লীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের সময় এ কথা বলেন ওবায়দুল কাদের। সরকারের দ্বিতীয় মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

নিত্য যানজটের শহর রাজধানীতে বড় দলের রাজনৈতিক কর্মসূচি থাকলে ভোগান্তি চরমে উঠে। মিছিল বা সমাবেশ হলে সড়ক বন্ধ থাকলে যানজট কোনো একটি এলাকার বদলে ছড়িয়ে যায় পুরো শহরজুড়ে।

চলতি মাসেই ৪ জানুয়ারি ছাত্রলীগের শোভাযাত্রা, পরদিন রাজধানীর রাসেল স্কয়ার এবং বঙ্গবন্ধু এভিনিউ এবং ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের দিন চরম ভোগান্তিতে পড়ে শহরবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সরকারি দলের তীব্র সমালোচনাও হয়।

গত ৯ জানুয়ারি রাজধানীর পান্থকুঞ্জে পাবলিক টয়লেট উদ্বোধনের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বড় রাজনৈতিক দলগুলোকে ছুটির দিন কর্মসূচি দেয়ার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, যানজটের কথা মাথায় রেখে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘মাঝখানে একটু সমস্যা হয়েছে, যে কারণে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সুস্পষ্ট নির্দেশনা যে রাস্তায় কোনো প্রোগ্রাম করা যাবে না। এ ব্যাপারে আমি সাংবাদিকদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের সকলকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, দেশনেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই নির্দেশনা দিচ্ছি যে, রাস্তা বন্ধ করে কোনো সভা, সমাবেশ বা কোনো কর্মসূচি বাংলাদেশের কোথাও করা যাবে না।’

ওবায়দুল কাদের যখন এই কথা বলছিলেন, তখন তার শীতবস্ত্র বিতরণকে ঘিরে জটলা মূল সড়কের কাছাকাছি পৌঁছে যায়। এ বিষয়টি নিয়েও কথা বলেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘আমি তাদেরকে বলেছিলাম এই বস্ত্র বিতরণ আরও ভিতরে করতে। এটা নেত্রীর নির্দেশ। কিন্তু তারা এমনভাবে করেছে, যে এটা রাস্তার কাছাকাছি চলে এসেছে। তারপরও আমি পুলিশের লোকজনকে বলবো, অনুষ্ঠানের যখন ব্যবস্থা হয়ে গেছে আপনারা এমন ব্যবস্তা করুন যেন কোনোভাবে রাস্তা বন্ধ না হয়। রাস্তায় গাড়ি চলাচল অব্যাহত থাকবে এবং শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।’

কর্মদিবসে সমাবেশ না করতে মেয়র খোকনের অনুরোধ সরকারের বিবেচনায় আছে বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, ‘আমরা চিন্তা ভাবনা করছি ছুটির দিনে এই র‌্যালি করা যায় কি না।’

সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে দেশবাসীর পাশাপাশি বিএনপির সাধারণ সমর্থকরাও খুশি হয়েছেন বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শুধুমাত্র বিএনপির নেতারা, যারা কর্মসুচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন, সেই নেতারা হতাশ।’ তিনি বলেন, ‘সংকটে আছে বিএনপি, দেশ সংকটে নেই।’

রাজনৈতিক বিষয়ে সব সিদ্ধান্ত সংবিধানিক কাঠামোর মধ্যেই হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সমঝোতা সব কিছুই হবে সংবিধান অনুযায়ী। আমরা সংবিধানের বাইরে যাবো না। পরবর্তী নির্বাচন আমরা সংবিধানের বাইরে যাবো না। উই ক্যান নট গো বিলং কনশটিটিউশন।’

আপনার মন্তব্য

আলোচিত