সিলেটটুডে ডেস্ক

১৪ জানুয়ারি, ২০১৭ ১৩:৪২

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল বেলা ১১টায়

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই মোনাজাত অনুষ্ঠিত হবে।

শনিবার (১৪ জানুয়ারি) তাবলিগ জামাতের মুরব্বিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন-অর-রশিদ।

আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও গাজীপুরের বেশকিছু সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, আপনারা জানেন যে লাখ লাখ মুসল্লি এখানে আসবেন। যাঁরা ভিতরে আছেন এবং বাইরে থেকে যারা আসবেন, সবার চলাচলের সুবিধার্থে আমরা কিছু বিধি-নিষেধ করেছি ট্রাফিক ব্যবস্থায়। বোগরা বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, মীরের বাজার থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া রোড এই রোডে গাড়ি চলাচল আমরা সাময়িক নিষিদ্ধ করেছি। আখেরি মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে আবার এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে।

আখেরি মোনাজাতের ভিড় সামাল দিতে ওইদিন অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, প্রতি মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পুরো এলাকায় ভিক্ষুক বা হকার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আপনার মন্তব্য

আলোচিত