সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৭ ০৯:১৩

সাত খুন মামলা, আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় প্রায় তিন বছর পর রায় ঘোষণা হচ্ছে আজ।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আদালতে প্রবেশ করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। তবে মামলার আইনজীবীদের এখনো আদালতে প্রবেশ করতে দেখা যায়নি।

এদিকে, রায়কে ঘিরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ এবং বিভিন্ন সংস্থার সদস্যদের গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে। আদালতের আশপাশ এবং প্রধান সড়কসহ সবস্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আদালত এলাকায় সাধারণ মানুষের প্রবেশ ও চলাফেরা নিয়ন্ত্রণ করা হয়েছে। সকাল থেকে শুধুমাত্র গণমাধ্যম কর্মী ও আদালতের কর্মকর্তা কর্মচারীদের আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ ইসমাইল জানান, রায় ঘোষণা উপলক্ষে সব ধরনের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় জলকামানসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

রায় ঘোষণার কারণে পুরো নারায়ণগঞ্জ শহরেই বেশ নীরবতা বিরাজ করতে দেখা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত