সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৭ ১৩:২৬

চার ভাইসহ এমপি রানাকে আ’লীগ থেকে বহিষ্কার

টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ তার চার ভাইকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সদস্য সহিদুর রহমান খান মুক্তি, আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সানিয়াত খান বাপ্পার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার সকালে টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রের চুড়ান্ত সিদ্ধান্ত চেয়ে আবেদন পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহায়েরুল ইসলাম জানান, জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রে আবেদন পাঠানো হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত পেলেই বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।

এসময় জরুরি সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাভোকেট জোয়াহেরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এমপি রানা জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।

এদিকে তাদের দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়ায় টাঙ্গাইলে এক আনন্দ মিছিল বের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত