সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৭ ১৬:৪৯

বুধবার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

আগামী বুধবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্টান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

রোববার এলজিআরডি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের এবং বেলা সাড়ে ১১টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২৮ ডিসেম্বর দেশের ৬১ টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যমান জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যানের পাশাপাশি ১৫ জন সদস্য এবং সংরক্ষিত পাঁচজন নারী সদস্যও নির্বাচিত হন। গত ১১ জানুয়ারি ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মন্তব্য

আলোচিত