সিলেটটুডে ডেস্ক

১৯ জানুয়ারি, ২০১৭ ১৭:৫২

শ্যামল কান্তি লাঞ্ছনার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান এই প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিভাবক, স্কুলছাত্র রিফাত, তার মা, মসজিদের ইমামসহ সাত-আটজনের জবানবন্দি গ্রহণ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রস্তুতকৃত প্রতিবেদনটি ৬৫ পৃষ্ঠার। গত বছরের ১০ আগস্ট হাইকোর্ট এক আদেশে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। এর আগে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হয়। কিন্তু ওই তদন্ত প্রতিবেদনে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানকে দোষী করা হয়নি। পরে প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তা হাইকোর্ট বাতিল করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়।

এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু সাংবাদিকদের বলেন, রবিবার প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হবে। তখন প্রতিবেদনে কি আছে জানা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত