সিলেটটুডে ডেস্ক

২২ মে, ২০১৭ ১৩:০৯

ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন হাসিনা

সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সামিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। জবাবে ট্রাম্পও বাংলাদেশে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

রোববার (২১ মে) আবদুল আজিজ কনফারেন্স সেন্টারে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে দেখা হয় বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। সেখানেই ট্রাম্পকে নিজের দেশে সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শহীদুল হক সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাতের পর শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। ট্রাম্প উত্তরে বলেন, তিনি আশা করছেন বাংলাদেশ সফরে আসতে পারবেন।

ট্রাম্পের ক্ষমতায় আসার পর তার এটি প্রথম বিদেশ সফর এবং শেখ হাসিনার সঙ্গেও এটি তার প্রথম সাক্ষাৎ। শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্প অন্যান্য মুসলিম দেশের নেতার সঙ্গে আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দেন।

আপনার মন্তব্য

আলোচিত