সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০১৭ ২২:৩৭

ভাস্কর্য পুনঃস্থাপন করায় ‘বিস্মিত হতবাক ও বাকরুদ্ধ’ শফি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্য পুনঃস্থাপন করায় বিস্ময় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির প্রধান শাহ আহমদ শফী এ বিস্ময়ের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, 'দেবী থেমিসের ভাস্কর্য অপসারিত হয়েছে জেনে আনন্দ পেয়েছিলাম। কিন্তু মাত্র দুইদিনের মাথায় জানতে পারলাম থেমিস সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে পুনঃ স্থাপন করা হয়েছে। এমন সংবাদে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরা বিস্মিত হতবাক এবং বাকরুদ্ধ।'

হেফাজত আমীর বলেন, 'আমরা আগেই জানিয়েছিলাম, গ্রীক দেবী থেমিসের এই প্রতীককে চিরতরে পরিত্যাগ করতে হবে। এই ভাস্কর্য; যা জনগণের ইচ্ছার বিরুদ্ধে স্থাপিত হয়েছিল, তাকে বাংলাদেশের কোথাও স্থান দেয়া যাবে না। '

তিনি বলেন, 'আমাদের সকল আবেদন নিবেদন এবং শান্তিপূর্ণ দীর্ঘ আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে থেমিসের পুনঃস্থাপন এটাই প্রমাণ করে, এদেশের মানুষের সম্মিলিত আকাংখাকে সরকার বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না।'

বিবৃতিতে শাহ আহমদ শফী বলেন, 'থেমিসকে পুনঃস্থাপন করে জাতির ধর্মীয় বিশ্বাস ও আবেগের সাথে তামাশা করা হয়েছে। আমি খবর পেয়েছি থেমিস পুনঃস্থাপনের প্রতিবাদ জানাতে গভীর রাতেও তৌহিদি ছাত্র-জনতা প্রেসক্লাবে সমেবেত হয়েছেন।'

সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি ওই ভাস্কর্যকে চিরতরে দেশ থেকে অপসারণ করার কথাও বলেন বিবৃতিতে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্যটি সরানো হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভসহ নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করে।

দেশের শীর্ষস্থানীয় লেখক, অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরাও এর সমালোচনায় মুখর হয়েছেন। হেফাজতের পক্ষ থেকে ভাস্কর্য সরানোর জন্য সরকারকে ধন্যবাদ জানানো হয়।

ভাস্কর্য সরানোর ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার রাতে ওই ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত