সিলেটটুডে ডেস্ক

২৯ মে, ২০১৭ ১৫:৪৫

আসছে ঘুর্ণিঝড় ‘মোরা’, সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা

বাংলাদেশে আঘাত হানতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য বিপদ এড়াতে সারা দেশে নৌচলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (২৯ মে) বেলা ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ রাখার এ নির্দেশ দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, দুপুর ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে নৌ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

এর আগে সোমবার সকাল ৮টায় আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় মোরা আরো ঘনীভূত হয়ে পরবর্তী ১৮ ঘণ্টার মধ্যে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে কাল সকালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বলা হয়, ঘূর্ণিঝড় মোরা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকা থেকে কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আগামীকাল মঙ্গলবার সকালে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত