সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০১৭ ০৮:১৭

সেন্টমার্টিন টেকনাফে প্রচন্ড বেগে বাতাস

ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করেছে। 

মঙ্গলবার (৩০ মে) টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে বাতাসের সঙ্গে আছে হালকা বৃষ্টি।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, ভোর চারটার দিকে এটি টেকনাফ ও সেন্টমার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করেছে। এসব এলাকায় এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার।

১৯৯১ ও ১৯৯৪ সালে আঘাত হানা ঝড়ের চেয়ে এবারের ঝড়ে বাতাসের গতিবেগ কিছুটা বেশি বলে স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত