সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০১৭ ০৮:৪৩

শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ

বঙ্গোসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাত হানার আশঙ্কায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরনের বিমান ওঠা-নামা বন্ধ থাকবে।  

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, ঘূর্ণিঝড় ‘মোরা’ সকালে আঘাত হানতে পারে, এই আশঙ্কায় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা আগামীকাল দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঘড় মোরা’র কারণে দেশের উপকূলজুড়ে আজ রাত থেকে মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত