সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০১৭ ১২:৪১

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী হিসেবে পালন করে।

দিবসটি উপলক্ষে বানী দিয়েছেন বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবার দিনটি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের সিনিয়র নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া কবরের পাশে দোয়া মাহফিল করবে জাতীয়তাবাদী ওলামা দল ও নয়াপল্টনে রক্তদান কর্মসূচি পালন করছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।

দুপুরে নগরীর দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ করবে ঢাকা মহানগর বিএনপি। এসব কর্মসূচির উদ্বোধন করবেন বেগম খালেদা জিয়া।

আপনার মন্তব্য

আলোচিত