সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৭ ১৭:১৩

‘যতদিন লোকসংগীত, ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন’

বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে এই কণ্ঠশিল্পী, গীতিকার, বাঁশিবাদকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো শোকবার্তায় বলা হয়, “বিশিষ্ট সংগীত সাধক, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।”

শোকবার্তায় তিনি বলেন, দেশের মানুষ একজন জনপ্রিয় লোকসংগীত শিল্পীকে হারাল। যতদিন লোকসংগীত থাকবে, ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী প্রয়াত এই শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত