সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০১৮ ১৪:২৬

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ গ্রেপ্তার

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ জুলাই) মিরপুর-১৪ নম্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান।

তিনি বলেন, শাহবাগ থানায়  তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রবিবার সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় বাদী হয়ে শাহবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে আল-নাহিয়ান জানান, ‘গত কয়েকদিন আগে রাশেদ ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে। এছাড়া ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিল। এ ঘটনায় আমি আজ রবিবার শাহবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করি।’

এর আগে রাশেদ খানসহ তিনজনকে তুলে নেয়ার অভিযোগ করেন রাশেদের বড় বোন রুপা বেগম।

তিনি বলেন, ‘মিরপুর ১৪ এলাকার বাসা থেকে ডিবি পরিচয়ে রাশেদ এবং তার দুই সহযোগী মাহফুজ খান ও সুমন কবীরকে তুলে নিয়ে গেছে।’

আপনার মন্তব্য

আলোচিত