সিলেটটুডে ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৮ ২০:০২

শাহজালালে অবতরণের সময় বিমানের চাকা ফেটে গেছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে গেছে ভারতীয় এয়ারলাইন্স স্পাইস জেটের। তবে এতে কেউ হতাহত হননি।

বুধবার (২৪ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে অবতরণের সময় এ ঘটনাটি ঘটে।

বিমানবন্দরের একাধিক সূত্র জানায়, কলকাতা থেকে আসা স্পাইস জেট বিমানটির পেছনের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা ফেটে যায়। ফের যাত্রী নিয়ে বিমানটির বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও যেতে পারছে না। এ কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, স্পাইস জেট ১৭৯ যাত্রী নিয়ে ঢাকায় আসে। নামার সময় চাকা ফেটে যায়। তবে কেউ হতাহত হননি। যাত্রী নিয়ে একই বিমান ফের ঢাকা ছাড়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে সেটি সম্ভব হচ্ছে না।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের ইচ্ছা অনুযায়ী অন্য এয়ারলাইন্সে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কেউ পরবর্তী ফ্লাইটে যেতে চাইলেও সেটি ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত