সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০১৮ ১৬:২৯

জাফরুল্লাহর বিরুদ্ধে এবার মাছ চুরির মামলা

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও বিএনপিপন্থি পেশাজীবী নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এবার মাছ চুরির অভিযোগে মামলা হয়েছে।

বুধবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে জাফরুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, আশুলিয়ার মির্জানগর এলাকায় ১৯.৬৩ শতাংশ জমি কিনেছিলে মহিবুর রব। জাফরুল্লাহ সেই জমি দখল করে সেখানে অনধিকার প্রবেশে নিষেধাজ্ঞা দেন। মহিবুরকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদাও দাবি করে আসছিলেন।

জাফরুল্লাহ চৌধুরী তার লোকজন দিয়ে ওই জমিতে থাকা পুকুরের মাছ চুরি করেছেন বলে মামলার বাদী এজাহারে অভিযোগ করেছেন।

টেলিভিশন আলোচনা অনুষ্ঠানে সেনাপ্রধানকে নিয়ে মন্তব্যের জন্য বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে এনপি সমর্থক পেশাজীবী নেতা হিসেবে পরিচিত জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে। ওই বক্তব্যের জন্য ঢাকায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

এছাড়া জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি, লুটপাট, ভাংচুরের অভিযোগে আশুলিয়া থানায় আরও তিনটি মামলা হয়েছে তার বিরুদ্ধে।

আপনার মন্তব্য

আলোচিত