সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৯ ১৫:২৭

হাসপাতালে অভিনেতা এটিএম শামসুজ্জামান, চলছে অস্ত্রোপচার

দেশের বর্ষীয়াণ অভিনেতা এটিএম শামসুজ্জামান অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। বর্তমানে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বরেণ্য এ অভিনেতা।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে হঠাৎ করেই অসুস্থবোধ করার সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে প্রিয়.কমকে এ তথ্য জানিয়েছেন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান।
 
তিনি বলেন, ‘তাকে কিছুক্ষণ আগে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এখন আর কিছু বলতে পারব না। আপনি পরে ফোন করেন। তার জন্য দোয়া করবেন।’

৮৮ বছর বয়সী এ অভিনেতা অসুস্থ হওয়ার পরে আজগর আলী হাসপাতালে অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে ভর্তি হন।

দীর্ঘ ক্যারিয়ারে এটিএম শামসুজ্জামান পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা হিসেবে সুনাম কুড়িয়েছেন।

এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে।
 
প্রথম কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন।

প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে।

১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবারেরও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনয়শিল্পী।

আপনার মন্তব্য

আলোচিত