সিলেটটুডে ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩৫

পদত্যাগ করতে এক সেকেন্ডও লাগবে না: বাণিজ্যমন্ত্রী

পদত্যাগের বিনিময়ে যদি পেঁয়াজের দাম কমে, তাহলে তার মন্ত্রিত্ব ছাড়তে এক সেকেন্ড সময়ও লাগবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে তাকে বহুবার বলা হয়েছে 'জেলে দেন, ক্রসফায়ারে দেন'। কোথাও বলেছে, 'বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাই'। আমার এক সেকেন্ডও লাগবে না পদত্যাগ করতে। কোনও সমস্যা নেই আমার, কারণ আমি রাজনীতি করি। তাতে দেশের সব কিছু বিশেষ করে পেঁয়াজের দাম যদি ঠিক হয়ে যেত! এই মন্ত্রিত্ব তো চাকরি নয়, কাজ করার জন্য।

মঙ্গলবার রাজধানীর পল্টনের একটি হোটেলে 'নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।

বিদেশ থেকে ৪০-৪২ টাকা কেজিতে পেঁয়াজ এনে তা কয়েক গুণ বেশি দামে বিক্রি করায় কতিপয় ব্যবসায়ীর প্রতি ক্ষোভ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা যে পেঁয়াজ দিচ্ছেন, এর বাইরেও কিছু কিছু পেঁয়াজ চট্টগ্রাম বন্দর দিয়ে ঢুকছে। তার মূল্যও কিন্তু কোনও অবস্থায় ৪০ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু তারা তো বিক্রি করছেন বেশি দামে। তাহলে ব্যবসায়ীদের মানবিক মূল্যবোধটা কোথায়? যথেষ্ঠ পরিমাণ আমদানি করে এই ধরনের মুনাফালোভী- যারা দুর্ভিক্ষ ও ক্রাইসিসের সামনেও নিজেদের মূল্যবোধ জাগ্রত করেন না, তারা ব্যবসায়ী হতে পারেন না।

যৌক্তিক লাভ রেখে বাজারে পেঁয়াজ ছাড়তে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষকে অভুক্ত ও সংকটে রেখে লাভ করেন- সমস্যা নাই। কিন্তু আল্লাহর ওয়াস্তে বৈধ ও যৌক্তিক লাভ করেন। ৫ টাকা লাভ রেখে বাজারে পেঁয়াজ ছাড়েন। এরপরও বাজারে পেঁয়াজের কেজি ৫০-৫৫ টাকার বেশি হবে না।

ভারত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দেশের বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট সংকট নিরসনে সরকারের এ যাবৎকালের পদক্ষেপ তুলে ধরে টিপু মুনশি বলেন, একটা অভিজ্ঞতা, একটা শিক্ষা তো হয়েছে। সোমবার সিদ্ধান্ত নিয়েছি, দরকার হলে আগামী ৪০ দিনের মধ্যে এক লাখ টন পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রামের বাজারে নিয়ে আসব। গত ছয়দিন ধরে মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ ঢুকতে শুরু করেছে। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ- তারা বলেছে ৫০ হাজার থেকে ৬০ হাজার টন পেঁয়াজ দেবে। সবচেয়ে আনন্দের কথা তারা বলেছে, তারা এক টাকাও লাভ করবে না। যত কোটি টাকা লাগে বিনিয়োগ করবে।

ভবিষ্যতে পেঁয়াজ সংকট সমাধানে আগামী তিনবছরের মধ্যে এই পণ্য উৎপাদনে আত্মনির্ভরশীল হওয়ার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির এই সমস্যা থেকে উত্তরণ করতে হলে উপায় একটাই, আমাদের এই পণ্য উৎপাদনে আত্মনির্ভরশীল হতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকব, আর ভারত যখন খুশি রপ্তানি বন্ধ করে দেবে, তাহলে আমরা কীভাবে পেঁয়াজের বাজার ঠিক রাখব? প্রধানমন্ত্রীও বলেছেন, তিন বছরের মধ্যে যেকোনো ভাবেই হোক আত্মনির্ভরশীল হতে হবে। প্রয়োজনে আমরা ভারতে রপ্তানি করব।

সংকট নিরসনে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সবাইকে এই বার্তাটাই দিতে চাই, সব দিন সমান যাবে না। একটু কষ্ট করতে হবে। এই কষ্টটা নতুন দিন দেখাবে। কথায় আছে, কখনো কখনো বিপদও সম্পদে পরিণত হয়। আমরা এই বিপদটাকে সম্পদে পরিণত করবই করব।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের বাজার ব্যবস্থাপনায় অসুস্থ অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় আওয়ামী লীগ নিশ্চুপ থাকতে পারে না, থাকেওনি। আওয়ামী লীগ সরকার চেষ্টা করছে সুস্থ ও বিকল্প বাজারব্যবস্থাপনা গড়ে তোলার।

তিনি বলেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে কিছুটা অস্থিরতা রয়েছে। এই বাজারকে লাগামহীন পাগলা ঘোড়া হতে দেওয়া যাবে না। একটি জনগণের সরকার, জনগণের দল এই অবস্থা মেনে নিতে পারে না। কারণ এটা শেখ হাসিনার সরকার, জনগণের সরকার, ব্যবসাবান্ধব সরকার।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানিয়ে নানক বলেন, মানুষের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিন, দাম কমাতে হবে। সহনশীল পর্যায়ে নিতে হবে। মনে রাখবেন, শেখ হাসিনাকে অস্বস্তিতে রাখলে দেশ অস্বস্তিতে থাকবে। আজ থেকে শপথ করতে হবে, আগামীকাল থেকেই যেন বাজার নিয়ন্ত্রণে চলে আসে। চাল, ডাল, রসুন, পেঁয়াজ, আদাসহ কোন্রা কিছুর দামই আর বাড়াতে পারবে না।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ বলেন, পণ্যদ্রব্যর মূল্যবৃদ্ধির কারণে বিএনপি সরকার পতনের আন্দোলনের কথা বলছে। মির্জা ফখরুল সাহেবরা সরকার পতন আন্দোলন দেখেননি, শোনেনওনি। তাদের এই আন্দোলন কখনো সফল হয়নি, হবেও না।

পেঁয়াজসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তারা দিনকে দিন, রাতকে রাত বানাতে পারেন। পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তারাও ভূমিকা রাখতে পারেন। সরকারের দিকে তাকিয়ে, শেখ হাসিনার দিকে তাকিয়ে সহযোগিতা করুন।

সভায় সূচনা বক্তব্য দেন ও সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব আবদুস ছাত্তার। আরও বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, ব্যবসায়ী গোলাম মাওলা, আবদুস সালাম, মোহাম্মদ সেলিম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত