সিলেটটুডে ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০২০ ১৪:২৬

‘করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সব দেশের যাত্রীদেরই পরীক্ষা করা হবে’

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্দরে বিশ্বের যেকোনো দেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করা হবে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।

আইইডিসিআর জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এতদিন শুধু চীন থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হলেও এখন তার পরিসর বাড়ানো হচ্ছে। এখন বিশ্বের যেকোনো দেশ থেকে কেউ বাংলাদেশে ঢুকলে বন্দরে তাকে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে।

মহামারী করোনাভাইরাসে আজ শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৭২২ জন। এ ছাড়া বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৩৫ হাজার মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুজন।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।

আপনার মন্তব্য

আলোচিত