সিলেটটুডে ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০২০ ১৪:৩৩

মাস্ক ব্যবহারের চেয়ে পরিচ্ছন্ন থাকাটাই বেশি জরুরি : সেব্রিনা ফ্লোরা

মাস্ক ব্যবহারের চেয়ে পরিচ্ছন্ন থাকাটাই বেশি জরুরি বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। একইসাথে হাঁচি-কাশিতে বারবার হাত ধোয়ার পরামর্শও দেন তিনি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে ভাইরাসটি নিয়ে নিয়মিত ব্রিফিংয়কালে এ কথা বলেন।

আইইডিসিআরের এ কর্মকর্তা বলেন, এই অভ্যাস গড়ে তুললে শুধু করোনা নয় আরও বহু ভাইরাস থেকে দূরে থাকা যাবে।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুধু চীন নয়, বাংলাদেশে আসা সব বিমান যাত্রীকে স্ক্যানিং করা হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে, কারও শরীরে করোনাভাইরাস মেলেনি। সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি এবং হজ ক্যাম্পে থাকা চীন থেকে আসা বাংলাদেশিরাও সুস্থ আছেন।


আপনার মন্তব্য

আলোচিত