সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০২০ ২২:০৬

করোনা প্রতিরোধে স্বাস্থ্যখাতে ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা ও ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সচেতনতা তৈরিতে স্বাস্থ্যসেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বরাদ্দের কথা জানিয়ে বুধবার (১১ মার্চ) এই বরাদ্দের কথা জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।

চিঠি অনুসারে, স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে করোনাভাইরাস প্রতিরোধ ও “কোভিড-১৯”এ আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের অনুকূলে সচিবালয় অংশে “সাধারণ থোক বরাদ্দ” খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হল।

এই অর্থের মধ্যে ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা জনসচেতনতায় প্রকাশনা কাজে এবং ২ কোটি ৫০ হাজার টাকা কেমিকেল-রি-এজেন্ট খাতে ব্যয় করা হবে।

অর্থ ব্যয়ে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। অর্থ ব্যয়ের ১০ দিনের মধ্যে কোন কোন খাতে ব্যয় হয়েছে, তার বিস্তারিত অর্থ বিভাগকে জানাতে হবে। এছাড়া এই অর্থ প্রস্তাবিত খাত (করোনাভাইরাস) ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।

আপনার মন্তব্য

আলোচিত