সিলেটটুডে ডেস্ক

১২ মার্চ, ২০২০ ০১:৪৫

করোনাভাইরাস মোকাবিলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

সরকার দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অর্থ মন্ত্রণালয় বুধবার স্বাস্থ্য অধিদপ্তরকে এ বরাদ্দ দেয়। অধিদপ্তরের মহাপরিচালক ১০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছিলেন বলে বাসসের খবরে বলা হয়।

অর্থ মন্ত্রণালয় ২০১৯-২০-এর সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এ তহবিল বরাদ্দ দিয়েছে।

ইউএনবির খবরে বলা হয়, বরাদ্দ অর্থের মধ্যে চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের জন্য ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার, প্রকাশনার জন্য ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার এবং কেমিক্যাল রি-এজেন্টের জন্য আড়াই কোটি টাকা দেওয়া হয়েছে।

গত রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তিকে শনাক্তের কথা জানায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার প্রতিষ্ঠানটির পরিচালক আক্রান্ত মীরজাদী সেব্রিনা নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন। অন্তত প্রথম পরীক্ষায় এটা নিশ্চিত হওয়া গেছে। তাঁদের আবার পরীক্ষা করা হবে। আর তৃতীয়জনের চিকিৎসা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত