নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২০ ১১:২৯

রোহিঙ্গা শিবিরে যেন করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শিবিরে যেন করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে এজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। ভিডিও কনফারেন্সে ৬৪ জেলার কর্মকর্তারা যুক্ত ছিলেন।

কক্সবাজারের জেলা প্রশাসকের বক্তব্যের পর শেখ হাসিনা বলেন, কক্সবাজারে যেন পর্যটক না যেতে পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে। আর রোহিঙ্গা শিবির নিয়ে আমাদের বড় চিন্তা। সেখানে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকতে পারে।

এই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও নিম্ন আয়ের মানুষদের প্রত্যেকের কাছে সরকারের পক্ষ থেকে দেওয়া সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। এই কাজে কোনধরনের অনিয়ম, দুর্নীতি হলে সেটা বরদাস্ত করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা বলেন, এই মুহূর্তে কাজ না থাকা মানুষদের কাছে সরকারের দেওয়া সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে হবে। একজন যেন বারবার না পায়, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে যেন এই সহযোগিতা পায়, এটা নিশ্চিত করতে হবে। সে জন্যে তালিকা করতে হবে,। প্রশাসনসহ জনপ্রতিনিধিদের এক্ষেত্রে কাজ করতে হবে।

তিনি বলেন, অসহায় মানুষদের অসহায়ত্ব নিয়ে কোন অনিয়ম চলবে না। এই জায়গায় কোন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেলে আমি কিন্তু কাউকে ছাড়ব না।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে করনাভাইরাস প্রতিরোধে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, করোনা মোকাবিলায় দেশের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাটা জরুরি। আমাদের দেশটা ছোট কিন্তু মানুষ বিশাল। এরপরও আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। সেজন্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নিয়ন্ত্রণ পর্যায়ে রয়েছে।

‘বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস প্রতিরোধে নিজের সুরক্ষা নিজেকেই দিতে হবে। স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলতে হবে। এতেই করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।’

সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা প্রতিরোধে মানুষের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা এসব নির্দেশনা মেনে চলুন।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার থাবা রয়ে গেছে। আমরা বিশ্ব থেকে দূরে নই। আমাদের আরও সচেতন থাকা দরকার। আমরা আমাদের দেশের মানুষের সুরক্ষার জন্য অনেক আগে থেকেই কাজ করে দিয়েছি। ভবিষ্যতে যাতে করোনা না ছড়ায় সেজন্য সেদিকেও দৃষ্টি রাখতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত