২৩ মে, ২০২০ ১৪:১৬
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
শনিবার (২৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তারা।
বিজ্ঞাপন
তারা বলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি ও বাংলাদেশে ভয়াবহতার মাঝে ঈদুল ফিতর সমাগত। আমরা দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। তাছাড়া দেশের দক্ষিণাঞ্চলে বয়ে যাওয়া আম্পানের ধ্বংসলীলায় যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটসহ বেশ কিছু জেলায় প্রাণহানি, বাড়ি-ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা মৃত্যুর কারণে শোক প্রকাশ করছি, আহতদের প্রতি সমবেদনা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
আপনার মন্তব্য