সিলেটটুডে ডেস্ক:

০৫ নভেম্বর, ২০২২ ২২:৫৬

‘এবারের পরীক্ষায় আ.লীগ নকল করেও পাশ করতে পারবে না’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এবারের পরীক্ষায় আওয়ামী লীগ নকল করেও পাশ করতে পারবে না’।

আজ শনিবার বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় গণসমাবেশে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, হামলা-মামলা ও ভোটাধিকারসহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বরিশালে বিএনপির ওই বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির এই নেতা বলেন, ‘মানুষকে খাওয়ানোর পয়সা নাই, কিন্তু ভোট চুরির মেশিন ইভিএম কেনার পয়সা আছে।’

সমাবেশে আমীর খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়া চাইলে আওয়ামী লীগের মতো গুম-খুন করে ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন। তাই দেশের শান্তি ও উন্নয়নের জন্য তিনি ক্ষমতা ধরে রাখেননি।

‘২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন আর ২০১৮ সালে নিশিরাতের নির্বাচনে অবৈধভাবে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে রেখেছে। পুলিশ-র‌্যাব সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে এখন টিকে রয়েছে। আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

 

আপনার মন্তব্য

আলোচিত