সিলেটটুডে ডেস্ক:

২১ নভেম্বর, ২০২২ ২০:৩৮

আদালতপাড়ায় জঙ্গি ছিনতাই ঘটনা সরকারের নাটক: রিজভী

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ সামনে রেখে সরকার ঢাকার আদালতপাড়ায় জঙ্গি ছিনতাই নাটক করেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জঙ্গি ধরার নাম করে ১০ ডিসেম্বরের আগে বিএনপি নেতাদের বাড়িতে চিরুনি অভিযান হবে কি না, নিপীড়ন নির্যাতনের দিকে নেবে কি না, সেই সব আলামত এ সমস্ত ঘটনাগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে।’

সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনায় এসব কথা বলেন বিএনপি নেতা।

আগের দিন প্রকাশক দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব আদালতপাড়ায় পুলিশের চোখমুখে গ্যাস স্প্রে করে পালিয়ে যান। দুজনই আনসার আল ইসলামের সদস্য।

রিজভী বলেন, ‘রোববার আদালতপাড়ার ঘটনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। একজন জঙ্গি হাতকড়া পায়ে বেড়ি পরা (আসলে বেড়ি ছিল না) অবস্থায় পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে গেলেন। এটাকে মানুষ ভিন্নভাবে দেখছে, নাটক মনে করছে।

‘এটা ওবায়দুল কাদেরদের খেলার অংশ কি না, জঙ্গি ধরার নাম করে ১০ ডিসেম্বরের আগে বিএনপি নেতাদের বাড়িতে চিরুনি অভিযান হবে কি না, নিপীড়ন নির্যাতনের দিকে নিবে কি না, সেই সব আলামত এ সমস্ত ঘটনাগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে।’

সরকারের ঘনিষ্ঠদের বক্তব্যেও এই ধারণা করার উঠে এসেছে বলে মনে করেন রিজভী। বলেন, “সম্প্রতি, পুলিশের সাবেক আইজি শহীদুল হক তার পেশাসহ জীবনের নানা ঘটনা নিয়ে একটি বই লিখেছেন। সেখানে একটি জায়গায় তিনি বলেছেন, ‘শ্যামলীতে আমাদের সঙ্গে জঙ্গিদের যুদ্ধ হলো, জঙ্গি দমন করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম। প্রধানমন্ত্রী বললেন, এত তাড়াতাড়ি নাটক শেষ করার কী দরকার ছিল?’

“গতকাল রোববার ঢাকা জেলা আদালতের যে ঘটনা, সরকারের লোকজনই তো বলছে-এটা তামাশা। এটা ওবায়দুল কাদেরদের খেলার অংশ। এই খেলা যে কত বিপজ্জনক, কত ভয়ংকর ও কত নিষ্ঠুরতার পর্যায়ে নিয়ে যেতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ‘খেলা হবে’- ঘোষণারও নিন্দা জানান রিজভী। বলেন, ‘এটা কোনো রাজনীতির ভাষা হতে পারে না। এটা জাতীয় পর্যায়ের কোনো নেতার কথাও হতে পারে না। এটা পাড়ার গুন্ডা-পান্ডার কথা।’

দেশে এখন একটা লাশ দাফন করতে না করতেই আরেকট লাশ দাফনের প্রস্তুতি নিতে হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। বলেন, ‘এই রকম একটি দুঃসময়ে আমাদের নেতা তারেক রহমানের জন্মদিন। এই দিনটি আড়ম্বরপূর্ণ, জাঁকজমকপূর্ণ করা যাবে না, কেক কাটা যাবে না-এই নির্দেশনা তিনি আমাদের সবাইকে দিয়েছেন। এটাই তো একজন দেশনেতার দৃষ্টিসীমা।’

গোটা, সমাজ ও রাষ্ট্র শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছে বলেও মনে করেন রিজভী। বলেন, ‘ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকায় গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। ভালো ও জনপ্রিয় মানুষগুলো নিপীড়নের স্বীকার হচ্ছেন। দেশের জনপ্রিয় ও ভালো মানুষগুলো কারাগারে, আর গুন্ডা পান্ডা, চোর, ডাকাত, বুয়েটের মেধাবী শিক্ষার্থীকে হত্যা করে- এরা বাইরে দাপট দেখাচ্ছে।’

আপনার মন্তব্য

আলোচিত