সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৬ ২০:৫৪

১/১১-এর ঘটনায় বিএনপি দায় এড়াতে পারে না : হান্নান শাহ

১/১১-এর ঘটনায় বিএনপি দায় এড়াতে পারে না এমন মন্তব্য করে আওয়ামী লীগের প্রতি অভিযোগ উত্থাপন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ বলেছেন, আওয়ামী লীগ ১/১১-এর কুশীলবদের পুরস্কৃত করেছে এবং ভবিষ্যতে ১/১১-এর কুশীলবদের বিচার হবে।

সোমবার (১১ জানুয়ারি) আলোচিত-সমালোচিত এক-এগারো উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
হান্নান শাহ বলেন, ১/১১-এর ষড়যন্ত্র ছিল— যাতে এদেশে সুষ্ঠু নির্বাচন না হয়। মিথ্যা অভিযোগ এনে রাজনীতিবিদদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা হয়েছে। তিনি একে আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলেও আখ্যা দেন।
 
বিএনপির চেয়ারপারসন ১/১১-এর সময়ে দেশ ত্যাগের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন জানিয়ে সে সময়ে ঢাকা সেনানিবাসে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরে হান্নান শাহ বলেন, 'এক পর্যায়ে বেগম জিয়া আমাকে বললেন, আমাকে না কি লোকজন চায় না, দল চায় না। আমি বললাম, ম্যাডাম শতভাগ মিথ্যা কথা। এটা কে বলেছে?’
 
খালেদা জিয়া ওই সময় ডিজিএফআইয়ের কয়েকজনের নাম তুলে ধরেন— এমনটা দাবি করে তিনি বলেন, 'এরা ভুঁইয়া অ্যান্ড কোম্পানি। ডিজিএফআইয়ের  লোকজন চেয়ারপারসনকে বলেছে, ম্যাডাম আপনাকে লোকজন চায় না, আপনি বরং বাইরে চলে যান। সেই অনুযায়ী উনি প্রস্তুতি নিয়ে রেখেছেন। এক পাশে সুটকেসগুলো রাখা। খুবই ব্যথা লাগল। আফটার অল উনি আমার নেত্রী। প্রেসিডেন্ট জিয়ার স্ত্রী।'
 
হান্নান শাহ বলেন, খালেদা জিয়া বিদেশ যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি-না সে সময় তিনি জানতে চেয়েছিলেন। জবাবে বিএনপি চেয়ারপারসন তাকে বলেছিলেন,  ৪৫ বছরের সংসার, ছেড়ে তিনি যেতে চান না। তখন হান্নান শাহ চেয়ারপারসনকে বলেছিলেন, 'আপনার মনের অবস্থা বুঝি। আপনার মনের কথাটা আমি দলের নেতাকর্মীদের ও দেশের মানুষকে জানিয়ে দেব।'
 
১/১১-এর ঘটনায় বিএনপি দায় এড়াতে পারে না— এমন মন্তব্য করে হান্নান শাহ বলেন, '১/১১-এর কুশীলবরা দুর্নীতির অভিযোগ এনে যে তালিকাটি করেছিল, তা কখন বানানো হয়েছিল, কারা বানিয়েছিল? বিএনপি কি সেই দায়িত্ব এড়াতে পারবে? আমার ঘরে চুরি, আমি সজাগ থেকেও যদি না দেখি, তাহলে আমি কোন পর্যায়ে পড়ি? একটু চিন্তা করেন।'
 
১/১১-এর প্রেক্ষাপট তৈরির পেছনে সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তৎপর ছিলেন বলেও দাবি করেন হান্নান শাহ।
 
এছাড়া চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষের দিন ২০০৬ সালের ২৮ অক্টোবরে পল্টনে সহিংসতায়ও 'বিশেষ  গোয়েন্দা বাহিনী'র হাত ছিল বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, 'এসব ছিল ষড়যন্ত্রের অংশ। ১/১১ এর আগে মাঠে-ময়দানে সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত হল। প্রেসিডেন্ট সাহেব সই করে দিলেন। ওনার ওপর চাপ আসলো, ফট করে সেই আদেশটি তারা বাতিল করে দিলেন। বিএনপির উচিত ছিল বলা— দেশের পরিস্থিতি খারাপ, সেনাবাহিনী রাখেন। আমাদের দলের তরফ থেকে কোনো বক্তব্য আসলো না। আওয়ামী লীগ আরও উৎসাহিত হল। যারা এই অপকর্মটি করলো, তারা দেশে-বিদেশে আরও উৎসাহিত হলেন।'
 
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত