ডেস্ক রিপোর্ট

০৮ মার্চ, ২০১৬ ১৫:২৯

'যুদ্ধাপরাধ বিচারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হয়েছে'

সর্বোচ্চ আদালতে শীর্ষ যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর দণ্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১। 

মঙ্গলবার (০৮ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। 

এতে বলা হয়, আল বদর বাহিনীর তৃতীয় প্রধান একাত্তরের ক‍ুখ্যাত এই যুদ্ধাপরাধীর যোগ্য শাস্তি নিশ্চিত হওয়ায় যুদ্ধাপরাধ বিচারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হয়েছে। 

‘হানাদার পাকিস্তানি বাহিনীর অন্যতম দোসর হিসেবে ১৯৭১ সালে চট্টগ্রাম অঞ্চলের ত্রাস ছিলেন মীর কাসেম আলী। বাংলাদেশের স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধী জামায়াতের অন্যতম প্রধান অর্থ জোগানদাতাও ছিলেন তিনি।’

তাই ফোরাম মনে করে, দেশের শীর্ষ আদালতের এ রায়ে ন্যায়বিচার সমুন্নত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত