নিউজ ডেস্ক

১১ মার্চ, ২০১৬ ১৫:১৬

ক্ষমতায় গেলে শাপলা চত্বরের নাম পাল্টে শাহাদাত চত্বর করবে বিএনপি

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামির সমাবেশের চিত্র

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শাপলা চত্বরের নাম পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন

শুক্রবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, হেফাজতে ইসলামের মহাসমাবেশে আমরা তাদের পাশে থাকতে পারিনি।’

‘বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল।


প্রধানমন্ত্রীর উদ্দেশে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আপনি পাপ অনেক করেছেন। খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আপনার মন্ত্রীসভা থেকে বাদ দিয়ে এবার নিজের সম্মান কিছুটা হলেও রক্ষা করুন।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়া সম্পর্কে অনেক বাজে কথা বলেছেন। এখন আবার প্রধান বিচারপতিকে নিয়ে বাজে কথা শুরু করেছেন। হিসাব করে কথা না বললে আপনাকে মন্ত্রিত্ব থেকে টেনেহিঁচড়ে নামানো হবে।’

তিনি বলেন, ‘লাখ লাখ মানুষ বিএনপির কাউন্সিলে আসবে। কাউন্সিলের জন্য সরকার বিএনপিকে যে জায়গা দিয়েছে তা যথেষ্ট নয়। সোহরাওয়ার্দী উদ্যান কারও বাবার সম্পত্তি না, সেখানে কেন আমাদের জায়গা দেয়া হলো না?’

আয়োজক সংগঠনের সভাপিত সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

২০১৩ সালের ৫ মে সমাবেশের সময় হেফাজতে ইসলামের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এদিন দিনভর রাজধানীতে তাণ্ডব চালাইয় হেফাজতে ইসলাম। মতিঝিল এলাকার রাস্তার ডিভাইডারের মাঝের প্রায় সব গাছ উপড়ে ফেলে তারা। বায়তুল মোকারম মসজিদের সামনের মার্কেটে আগুন ধরিয়ে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় উগ্র ধর্মবাদী সংগঠনটি। সে আগুনে পবিত্র কোরান শরিফ পুড়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল।

আপনার মন্তব্য

আলোচিত