নিউজ ডেস্ক

২১ মার্চ, ২০১৫ ১৭:১৫

ঢাকায় প্রার্থী হচ্ছেন প্রিন্স সমশের পুত্র ববি হাজ্জাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন প্রিন্স মুসা বিন শমসেরের পুত্র ববি হাজ্জাজ। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা।

শনিবার (২১ মার্চ) রাজধানীর বনানীর ডেটকো কার্যালয়ে সংবাদ সম্মেলনে এরশাদকে পিতৃতুল্য অভিহিত করে নিজেকে স্বতন্ত্র মেয়রপ্রার্থী ঘোষণা করেন ববি হাজ্জাজ।

এ সময় প্রেসিডিয়াম সদস্য চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা, ভাইস চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরীসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ প্রার্থিতা ঘোষণা করে বলেন, 'সমগ্র ঢাকাবাসীর কাছে আগামী সিটি করপোরেশন নির্বাচনে নির্দলীয় মেয়র প্রার্থী হিসেবে আমি নিজের প্রার্থিতা ঘোষণা করছি।'

উল্লেখ্য, জাতীয় পার্টি ইতোমধ্যেই সাইফুদ্দিন আহমেদ মিলনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং বাহাউদ্দিন আহমেদ বাবুলকে উত্তরে মেয়র পদে সমর্থন দিয়েছে।

দলের প্রার্থী ঘোষণা হওয়ার পরও নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, 'পার্টির ভেতরে কোনো কোন্দল চাই না। আমি স্বতন্ত্র প্রার্থী। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো- ব্যক্তিগতভাবে যদি আমাকে পছন্দ হয় তাহলে আমাকে সমর্থন-সহযোগিতা করবেন।'

এরশাদের অনুমতি নিয়েই নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন দাবি করে ববি হাজ্জাজ বলেন, 'ওনার আশীর্বাদ সব সময় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।'

 

আপনার মন্তব্য

আলোচিত