সিলেটটুডে ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৬ ২১:০৯

'সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে'

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য কমরেড মোস্তফা লুৎফুল্লাহ বলেছেন, 'দেশপ্রেমে জাগ্রত হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।'

শুক্রবার (২৮ অক্টোবর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে  বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির সম্মেলনের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময়য় তিনি বলেন, 'ছাত্র মৈত্রী কর্মীদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে একদিকে যেমন শোষন ও বৈষম্য মুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আন্দোলন করতে হবে। তেমনি জঙ্গিবাদ, মৌলবাদ সাম্রাজ্যবাদ, দু:শাসন, চাঁদাবাজী, টেন্ডারবাজী ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। তবেই ছাত্র মৈত্রীর মূল লক্ষ্য অর্জিত হবে।' 

বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক স্বপন দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী পরিচালনায় সম্মেলনের উদ্বোধনী আলোচনা সভায় ছাত্র মৈত্রী সিলেট জেলা সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্ণব দেবনাথের উদ্বোধকের বক্তব্যের মাধ্যমে ছাত্র মৈত্রীর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফারুক আহমদ রুবেল।

এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অমরিশ দত্ত, ন্যাপ সিলেট মহানগরের সভাপতি ইসহাক আলী, আদিবাসী নেতা দানেশ শর্মা, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড দীন বন্ধু পাল, নারী মুক্তি সংসদ সিলেট জেলা সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুব মৈত্রী সিলেট মহানগরের সভাপতি ইউসুফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, ছাত্রনেতা আহসান হাবিব, ছাত্রনেতা জয়ন্তী গোয়ালা, আমিনা বেগম পিউরী, আকাশ রায়, বিপ্রদাস দাস বিশু বিক্রম প্রমূখ।

জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয়। জেলা সম্মেলনে ছাত্র মৈত্রী বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠিত হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত