সিলেটটুডে ডেস্ক

০২ জানুয়ারি, ২০১৮ ১৪:৩০

ছাত্রসমাবেশ নির্বিঘ্নে করতে দিতে ফখরুলের আহ্বান

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ নির্বিঘ্ন করতে সরকারের প্রতি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এ দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সব ধরনের অনুমতি থাকার পরেও রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের গেট খুলতে বাধা দিচ্ছে পুলিশ। এসময় তিনি ছাত্র সমাবেশে বাধা না দিয়ে দ্রুত ইনস্টিটিউট মিলনায়তনের গেটের তালা খুলে দেওয়ার আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার সমাবেশ নির্বিঘ্ন করার ব্যবস্থা নিলে এতে আসবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।’

এদিকে মঙ্গলবার দুপুর ২টার এ ছাত্র সমাবেশে প্রধান অতিথি থাকার কথা রয়েছিলো দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। এর আগে সকাল পৌনে ১১টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চত্বরে দু'টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ সময় মির্জা ফখরুল কুমিল্লায় বাসে পেট্রোলবোমা হামলায় আট জন নিহতের ঘটনায় দায়ের মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় নিন্দা প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত