নিউজ ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৫ ০৫:১৬

মধ্যরাতে ঢাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হল ও জিয়াউর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মিদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুরু হয় বৃহস্পতিবার রাত দুইটা থেকে। সংঘর্ষে এই ভীতিকর অবস্থা তৈরি হয়। ঘন্টাব্যাপি চলে এই সংঘর্ষ।
সংঘর্ষে আহত হয় ২০ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চিকিতসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হন এবং তাদের  চেষ্টায় সংঘর্ষ বন্ধ হয়।

ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায় নি।
ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলি সংবাদমাধ্যমকে জানান- সংঘর্ষের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর মধ্যেও বিবাদমান গ্রুপগুলোর মধ্যে ইট-পাটকেল ছোড়া, ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এক ঘণ্টা এই অবস্থা চলার পর ছাত্র নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জিয়াউর রহমান হলের সাত ও জসীমউদ্দিন হলের ১৩ জন আহত হন বলে তিনি জানান।


আপনার মন্তব্য

আলোচিত