সিলেট টুডে ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৫ ১৫:৫৯

১৪ দলের সভায় ‘সংলাপকে লাথি’

দলটির নেতারা বলেছেন, চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে বিএনপির। আর কোনো সংলাপ নয়। এবার শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার পালা। সংলাপকে লাথি মারার কথাও বলছেন তারা।


আবারো বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। দলটির নেতারা বলেছেন, চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে বিএনপির। আর কোনো সংলাপ নয়। এবার শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার পালা। সংলাপকে লাথি মারার কথাও বলছেন তারা।

রোববার দুপুরে পুরানা পল্টন পিকিং গার্ডেনে ঢাকা মহানগর ১৪ দলের সভায় নেতারা এসব কথা বলেন।

সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘লাথি মার সংলাপকে। সংলাপের নামে যারা দেশে অশান্তি সৃষ্টি করছে তাদের সঙ্গে আবার আলোচনা কিসের।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক  দিলীপ বড়ুয়া বলেন, ‘বিএনপির চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে। এখন আর দেশে কোনো সংকট নেই। শুধু সন্ত্রাসীদের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই।’

খালেদাকে উদ্দেশে করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করবেন, আর আমরা আপনার সঙ্গে আলোচনা করব, এটা চিন্তা করাও আপনার মহাপাপ। আপনার সঙ্গে আলোচনা হবে না। পাপের শাস্তি আপনি পাবেনই। ঢাকা পাহারা দিতে আমরা কমিটি করছি। রাজধানীতে পেট্রোলবোমা হামলা ঠেকাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

খালেদা জিয়ার কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ফিরে আসার বিষয়ে তিনি বলেন, ‘উনারা আসলে বেয়াদব। সম্মান দিতেও জানে না, নিতেও জানে না।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘ব্যারিস্টার ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন- সংলাপকে লাথি মারি। এটা শুধু তার কথা নয়, সব মানুষের কথা। তাদের সঙ্গে কোনো আপস বা আলোচনার প্রশ্নই ওঠে না।’

তিনি বলেন, ‘দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া দরকার, আমরা সেটাই নেব।’




আপনার মন্তব্য

আলোচিত