১২ জানুয়ারি, ২০২০ ২১:১৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়েছে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ওই পদে মনোনয়ন দেন তাকে।
রোববার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল প্রদত্ত ক্ষমতাবলে মোহাম্মদ সাঈদ খোকনকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।'
৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বদলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনকে ঢাকা উত্তর ও দক্ষিণে বিভক্ত করার পর ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে দক্ষিণের মেয়র পদে বিপুল ভোটে জয়ী হন সাঈদ খোকন।
আপনার মন্তব্য