১৮ মে, ২০২০ ১৯:৪৫
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পূর্ব শিংরাউলী যুব সমাজের উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৯৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টায় পূর্ব শিংরাউলী গ্রামের কর্মহীন ৯৫টি অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় পূর্ব শিংরাউলী মুরব্বীরাও যুব সমাজের সাথে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণের সাথে তাদের খোঁজ খবর নিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে পরিবার সদস্যদের প্রতি আহ্বান জানান।
খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, সেমাই ও হাত ধোয়ার সাবান।
আপনার মন্তব্য