সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৫ ২১:০০

যৌন নির্যাতন প্রতিরোধে মনোসামাজিক প্রেরণা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি ব্র্যাক সিলেটের সহযোগিতায় বৃহস্পতিবার শাহজালাল উপশহর ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী মনোসামাজিক প্রেরণা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে মনোসামাজিক প্রেরণা, যৌন হয়রানি প্রতিরোধে মনোসামাজিক প্রেরণার প্রয়োজনীয়তা, মনোসামাজিক প্রেরণার প্রক্রিয়া, ইতিবাচক অভিভাবকত্ব ও ইতিবাচক অভিভাবকত্বের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ সদস্য হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনুর ইসলাম ঝর্ণা, জাহানারা খানম মিলন, সাংবাদিক আতাউর রহমান আতা, আকলিছ আহমদ, আয়েশা সিদ্দিকা আশা, কলামিস্ট এম এ হামিদ চৌধুরী, মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ আহ্বায়ক শওকত আলী শান, শ্যামল চন্দ্র নাথ সহ ৩০জন কমিউনিটি ওয়াচগ্রুপ সদস্য অংশগ্রহণ করেন। ট্রেনিং পরিচালনা করেন ব্র্যাকের জেন্ডার ক্লাইমেট এর সিনিয়র সেক্টর স্পেশালিস্ট সালাহ উদ্দিন, তাকে সহযোগিতা করেন মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রোকেয়া বেগম ও শাহ এমরান আলী।

প্রশিক্ষণ থেকে সকলে মনোসামাজিক প্রেরণাকে কাজে লাগিয়ে যৌন নির্যাতন প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত