২২ মে, ২০২০ ০০:৫৯
"দিন বদলের অঙ্গীকার, নাটক মোদের হাতিয়ার" এই স্লোগানকে সামনে রেখে ২০০৮ সালের ২০ মে একঝাঁক তরুণ প্রাণ মিলে সৃষ্টি করে নাট্য সংগঠন- দিগন্ত থিয়েটার সিলেট।
মঙ্গলবার "দিগন্ত থিয়েটার সিলেট " এক যুগ পেরিয়ে ত্রয়োদশ বছরে পা রাখলো।
দিগন্ত থিয়েটার সিলেট এর এক যুগ পূর্তিতে সংগঠনটির পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আপনার মন্তব্য