ডেস্ক রিপোর্ট

০৯ অক্টোবর, ২০১৫ ১৯:০২

মহানগর শ্রমিকলীগের সভা অনুষ্টিত

জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ই অক্টোবর নানা কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

গতকাল মহানগর শ্রমিকলীগের উদ্যেগে আয়োজিত এক সভায় এ কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কর্মসূচির মধ্য রয়েছে, ১২ই অক্টোবর সকাল ১১ টায় সিলেট নগরীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিলিত হবে। পরে শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর শ্রমিকলীগের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্টিত হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি জাফর উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। 

এদিকে, গতকাল শুক্রবার সকালে সিলেট নগরীর বাদামবাগিচায় মহানগর শ্রমিকলীগের সভা অনুষ্টিত হয়েছে। সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন শ্রমিকলীগের প্রতিটি স্তরের নেতারা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন।

বক্তারা বলেন, সিলেট মহানগর শ্রমিকলীগ স্বচ্ছধারার রাজনীতির মাধ্যমে ইতিমধ্যে সিলেটের শ্রমিক সহ আপামর জনতার প্রাণের সংগঠনে পরিনত হয়েছে। কোনো চাদাবাজ, দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের কোনো ঠাই নেই সিলেট মহানগর শ্রমিকলীগে। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্টানসূচিতে সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি জাফর উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল আমীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ টিপু, দপ্তর সম্পাদক খন্দকার ফায়েক উজজামান মাস্টার, ২২ নং ওয়ার্ড সভাপতি এরশাদ আলী, সাধারন সম্পাদক সুমন আহমদ, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোশারফ কাজী, সাধারন সম্পাদক শাহান আহমদ, জালালাবাদ গ্যাস সিবিএ সাধারন সম্পাদক শাহ আলম, সিলেট-সুনামগঞ্জ জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সহ সভাপতি মো. শহিদুর রহমান, মহানগর অটোরিক্সা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের নানা ভাই, সাধারন সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অনুর চৌধুরী, মহানগর রিকশা ভ্যান শ্রমিকলীগের সভাপতি বোরহান উদ্দিন ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আতিকুর রহমান, ইমরান আহমদ, শাহেদ আহমদ, আনছার আলী, হেলাল মিয়া, জিল্লুর রহমান, হাবিব মিয়া প্রমুখ।

এদিকে, জাতিসংঘের সাধারন অধিবেশন যোগদান শেষে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ শুক্রবার সকালে সিলেটে এসে পৌছলে বিমানবন্দরে শ্রমিকলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরে মোটর শোভাযাত্রা সহকারে শ্রমিকলীগ নেতারা তাকে নগরীতে নিয়ে আসেন।

 

আপনার মন্তব্য

আলোচিত