১৩ জুন, ২০২০ ২২:৩৪
করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সহধর্মিনী আসমা কামরান, শ্যামা হক চৌধুরী সহ করোনায় আক্রান্ত সকলের রোগমুক্তি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন শনিবার বিকেল ৪টায় সিলেট নগরীর ওসমানী যাদুঘর প্রাঙ্গনে সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) সিলেটের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পাশাপাশি সারাদেশে করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ওসমানী যাদুঘরের সহকারি কিপার মো. জিয়ারত হোসেন খান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) সিলেটের সভাপতি মো. বেলাল উদ্দিন, মানবাধিকার আন্দোলন সিলেটের প্রতিষ্ঠাতা মনোরঞ্জন তালুকদার, সনাপের সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, মানবাধিকার কর্মী মো. ইউসুফ সেলু, এডভোকেট সুদীপ বৈদ্য, মো. রাজন, মো. খলিল মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য