শ্রীমঙ্গল প্রতিনিধি

১৬ জুন, ২০২০ ২০:২৮

শ্রীমঙ্গলে দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে শহরের কলেজ সড়কের স্টার কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল ওয়েলফার ট্রাষ্ট এর উদ্যোগে প্রায় দুই শতাধিক কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে তৃতীয়বারের মত চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সোহেল রানা।

বিজ্ঞাপন

এছাড়াও ওয়েলফার ট্রাষ্টের সমন্বয়ক ডা. আব্দুল বাতেন তালুকদার, অসীম দে, মো. তোফায়েল আহমেদ, খালেদ হোসেন, রুহেল আহমেদ, লিটন দে উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল ওয়েল ফেয়ার ট্রাস্টের সমন্বয়ক ডা. আব্দুল বাতিন তালুকদার বলেন, করোনা পরিস্থিতিতে দেশের বাহিরে থাকা প্রবাসী বন্ধুদের সহায়তায় ও দেশের বন্ধুদের সমন্বয়ে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে আমরা খাদ্যসামগ্রীগুলো তুলে দেই। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষ এগুলো নিয়ে যান। এর আগে আমরা করোনা পরিস্থিতিতে দুইবার এভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমরা চেষ্টা করছি করোনাকালে শ্রীমঙ্গলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

আপনার মন্তব্য

আলোচিত