সংবাদ বিজ্ঞপ্তি

২৪ জুন, ২০২০ ১২:২৯

তাহিরপুরে সাবেক যুগ্ম সচিবের স্ত্রীর মৃত্যু, প্রেসক্লাবের শোক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদরের উজান তাহিরপুর গ্রামে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব হারিছ উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার লাভলী আর নেই। দিলরুবা আক্তার লাভলী তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক বাবরুল হাসানের বড় ভাবী ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম সরোয়ার লিটনের বড় বোন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি ২ মেয়ে, ১ ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃতুতে শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম সাব্বির, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সামায়ুন আহমেদ, সাবজল হোসাইন, রাসেল আহমেদ প্রমুখ।

পারিবারিক সূত্রে জানা যায়, দিলরুবা আক্তার লাভলী দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। বুধবার সকাল ৯টায় উজান ও মধ্য তাহিরপুর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার বড় মেয়ে ড. শারমিন শবনম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দ্বিতীয় মেয়ে শাওনীল বিনতি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পিএইচডিতে অধ্যয়নরত। একমাত্র ছেলে শাহেরিন শোভন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি সম্পন্ন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত