সংবাদ বিজ্ঞপ্তি

২৫ জুলাই, ২০২০ ১৫:২০

সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকায় সন্ধানী সিওমেকের ত্রাণ বিতরণ

মানবসেবায় ব্রতী সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট বরাবরই পাশে দাঁড়িয়েছে দুস্থ মানুষের পাশে। এ লক্ষ্যে সন্ধানী সিওমেক ইউনিট সন্ধানী ডোনার ক্লাব, সুনামগঞ্জের সহযোগিতায় ও প্রজেক্ট ১০০ এর পৃষ্ঠপোষকতায় সুনামগঞ্জের বেশ কিছু বন্যা কবলিত গ্রামে হাজির হয় অসহায় মানুষদের জন্য ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার সমেত।

সম্প্রতি বন্যা কবলিত যেসকল গ্রামে সাহায্য প্রদান করা হয়, সেগুলো হলো- ভাদেরডেক, রামপুর, শালবন, মনিপুর হাট, ইব্রাহিমপুর, জগন্নাথপুর, মোহিনপুর, হালুয়াঘাট, রহমতপুর প্রমুখ।

সুনামগঞ্জের এসকল গ্রামে নৌকায় করে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের সবার বাড়িতে গিয়ে সন্ধানী সিওমেক ইউনিটের পক্ষ হতে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সন্ধানী সিওমেক ইউনিটের বর্তমান সভাপতি মো. লুৎফর রাহমান মিলন, উপদেষ্টা ডা. তিথি ও সিওমেক ৫৭তম ব্যাচের কর্মী সদস্য জাকারিয়া।

সন্ধানী সিওমেক ইউনিটের এ মহৎ কার্য ভবিষ্যতেও বলবৎ থাকবে এবং এতে অংশ নিতে পারেন আপনিও।

আপনার মন্তব্য

আলোচিত