সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০২০ ২২:০৫

রেশমার হত্যাকারীর বিচার ও সড়কে সাইকেল লেনের দাবিতে সমাবেশ

সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী ও স্কুলশিক্ষক রেশমা নাহারকে ধাক্কা দেওয়া মাইক্রোবাস চালকের দ্রুত বিচার ও সড়কে সাইকেল লেনের দাবিতে কালিয়াকৈরে সমাবেশ করেছে সেভ দ্য রোড।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান আইয়ুব রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন সেভ দ্য রোডের  মহাসচিব শান্তা ফারজানা।

এ সময় বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, প্রথম আলোর প্রতিনিধি মাসুদ রানা, সাংবাদিক এম তুষারী, কালিয়াকৈর সেভ দ্য রোডের নেতা জহির বকশী, শামীম খান, দেলোয়ার হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘নিরাপদ আকাশ-সড়ক-রেল ও নৌপথ নিরাপদ করার পাশাপাশি সরকারকে অবশ্যই সড়ক নির্মাণ ও সংস্কারে যে দুর্নীতি হয় তা প্রতিরোধ করতে হবে।’

এর আগে কালিয়াকৈর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সেভ দ্য রোডের পক্ষ থেকে সৌজন্য আলোচনা ও পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

সে সময় ১ জুন থেকে সেভ দ্য রোডের একের পর এক আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ ভোগান্তির পর হলেও ১ সেপ্টেম্বর থেকে গাড়ি ভাড়া স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়ায় সরকার ও সংশ্লিষ্টদেরকে অভিনন্দন জানান নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত