সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০২০ ১৭:০৪

ছাতকে গ্রিন গোবিন্দগঞ্জের ছাদবাগান প্রকল্পের উদ্বোধন

সবুজ অর্থনীতি ভিত্তিক সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান 'গ্রিন গোবিন্দগঞ্জ'- এর ছাদবাগান প্রকল্পের উদ্বোধন করেছেন সাবেক সাংসদ জনাব কলিম উদ্দিন আহমদ মিলন। শনিবার বিকালে তকিপুর গ্রামের প্রবাসী রোমান আহমদের বাড়িতে এই ছাদবাগান প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, ইউপি সদস্য দিদার আলম, হুসাইন আহমদ লনি, ব্যবসায়ী আতাউর রহমান এমরান, কাওসার আহমেদ, সোহেল মিয়া, আশরাফুর রহমান, খালেদুজ্জামান খালেদ।

এসময় অন্যান্যদের মধ্যেআরও উপস্থিত ছিলেন গ্রিন গোবিন্দগঞ্জের ছাদবাগান প্রকল্পের সমন্বয়কারী ঔষধ ব্যবসায়ী সুদীপ দাশ, সজল দাশ, হাসান বিরহাম, বিপ্লব কান্তি, আব্দুল্লাহ আল মুমিন, আতাউর রহমান সোহাগ, ফয়সাল আহমেদ, বারিন্দ্র দেবনাথ ছোটন, বিশ্বজিৎ দাশ জয়, আমিনা আক্তার কলি, সাইমা আক্তার রুমি, উম্মে সুমিয়া বিনতে মগনী, প্রসেনজিৎ দাশ, প্রিতম দাশ সৌরভ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, একজন বৃক্ষপ্রেমী মানুষ হিসেবে আমার অবসর সময় কাটে আমার ছাদবাগানে গাছের সাথেই। তিনি গ্রিন গোবিন্দগঞ্জের সঙ্গে জড়িত সকলকে বিশেষ করে প্রবাসে অবস্থান করেও আবু মারুফ, কামাল আহমেদ এবং চৌধুরী আল রাজীকে ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য

আলোচিত