সংবাদ বিজ্ঞপ্তি

২৬ আগস্ট, ২০২০ ১৮:৩৩

মনিপুরি শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

মনিপুরী কালচারাল কমপ্লেক্স, বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব দ্য ভিসুয়েল এন্ড পারফোরমিং আর্টস শ্রীলংকার যৌথ সহযোগিতায়, দুইদিনব্যাপী মনিপুরি শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনার ভার্চুয়াল শুরু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ভার্চুয়াল ভাবে এই ওয়েবিনার শুরু হয়েছে। এর আয়োজনে আছে ইবেতম্বী ইনস্টিটিউট অব এডুকেশন, ইম্ফাল, ভারত।

উদ্বোধনী পর্বে মনিপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক টিএইচ তোম্বীর সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে মনিপুরী নট-সংকীর্তন বিষয়ে পদ্মশ্রী টিএইচ গুরু থানিল, গুরু লাখপতি এবং মনিপুরি একক নৃত্য বিষয়ে আলোচনায় অংশ নেন মণিপুর স্টেট কলা একাডেমী এওয়ার্ডি গুরু রঞ্জিত অধিকারীময়ুম। ওয়েবিনারে বাংলাদেশে মনিপুরী শিল্পকলার চর্চার বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ তুলে ধরেন মনিপুরী কালচারাল কমপ্লেক্সের সদস্য সচিব রবিকরণ সিংহ রাজেশ।

প্রথম অধিবেশনে মোট ৬টি প্রবন্ধ উপস্থাপিত হয়। ধ্রুমেল, রাসনৃত্যে সূত্রধারীর ভূমিকা, রাজর্ষি ভাগ্যচন্দ্রের অবদান এবং মনিপুরী পুঙ-এর সাথে তবলার তুলনামূলক বিচার বিষয়ক প্রবন্ধগুলো উপস্থাপন করেন ড. এসএইচ ঘনশ্যাম, এলাংবম রাধারানী প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে আলোচনায় রিসোর্স পারসন হিসেবে অংশ নেন পদ্মশ্রী ড. ইলম ইন্দিরা, ড. কাবেরী চ্যাটার্জি, এন হেমাবতি প্রমুখ। সেশনে মনিপুরী নৃত্যের ক্রমবিকাশ, রাসলীলা – লাইহারাওবা নৃত্য এবং রবীন্দ্রনৃত্যে মনিপুরী নৃত্যের প্রভাব বিষয়ক আলোচনা হয়। এ বিষয়ক ১০টি প্রবন্ধ উপস্থাপিত হয়। দ্বিতীয় অধিবেশন সঞ্চালনায় ছিলেন মণিপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউমিনিটি’র ডীন প্রফেসর চুংখাম যশবন্ত সিংহ। ওয়েবিনারে ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, বেলজিয়ামসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শিল্প, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।

আগামীকাল সমাপনী দিন মণিপুর ইউনিভার্সিটির ডান্স ও মিউজিক বিভাগের শিক্ষকমন্ডলিরা মনিপুরী নৃত্য, সংকীর্তন, পুং বিষয়ক আলোচনায় অংশ নেবে।

 

 

আপনার মন্তব্য

আলোচিত