সংবাদ বিজ্ঞপ্তি

৩১ আগস্ট, ২০২০ ১৯:২০

বঙ্গবন্ধুকে নিয়ে জেসাসের রচনা প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে জুড়ী স্টুডেন্টস এসোসিয়েশন, সিলেট (জেসাস)।

জুড়ী উপজেলার সকল শিক্ষার্থীদের নিয়ে সিলেট নগরীতে ২০১৫ সাল থেকে কাজ করে আসছে এ সংগঠনটি।

সংগঠনের সভাপতি হোসাইন ইমরান বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সে লক্ষ নিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীন বাংলাদেশের রূপকার; এবং তার স্বপ্ন, পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ ও বাঙালি জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা তিন বিভাগে আলাদা আলাদা বিষয়ে (স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়) এই রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। স্কুল বিভাগের বিষয় আমার জানায় বঙ্গবন্ধু (৫০০-৮০০ শব্দের মধ্যে), কলেজ বিভাগের বিষয় -বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (৮০০-১২০০ শব্দের মধ্যে) ও বিশ্ববিদ্যালয় বিভাগে- মুক্তিযুদ্ধত্তোর দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা (১২০০-১৫০০ শব্দের মধ্যে)।’

আগামী ৫ সেপ্টেম্বরের  মধ্যে লেখা আমাদের নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে। কাগজে হাতের লেখা বা কম্পিউটার টাইপ হার্ডকপি জমা দিতে হবে। লেখার নিচে অবশ্যই নাম, স্কুলের নাম, শ্রেণি, মোবাইল নম্বর লিখে দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
 
বিস্তারিত জানার জন্য  01778458735, 01308250271 নম্বরগুলোতে যোগাযোগ করের জানা যাবে। তাছাড়া  [email protected] ইমেইল ও জেসাসের ফেসবুক গ্রুপে যোগাযোগ করে জানা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত