সংবাদ বিজ্ঞপ্তি

২৮ সেপ্টেম্বর, ২০২০ ২১:১২

ধর্ষণকারীদের শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলা ও মহানগর কমিটি এবং সিলেট জেলা জাতীয় মটর শ্রমিক পার্টির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় মটর শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এম. বরকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক আহমদ আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামাল জাহিদ, রহমত উল্লাহ মাষ্টার।

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর কমিটির আহবায়ক আফজল হোসেন মান্নার পরিচালনায় আরও বক্তব্য দেন সিলেট জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল-আমিন, জাতীয় মটর শ্রমিক পার্টি জেলা কমিটির সহ-সভাপতি আরজু মিয়া, মো, কিবরিয়া, আব্দুল মতিন রাজু, সাধারণ সম্পাদক আবদাল হোসেন আফজাল, সহ-সাধারণ সম্পাদক তিতাশ খান, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, প্রচার সম্পাদক আব্দুর রহিম, জাতীয় ছাত্রসমাজের নেতা রাজিব আহমদ, রাসেল আহমদ, রিপন আহমেদ, শিপলু, সোহাগ আলী, ফামিম আহমদ, তুহিন, ইমন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অতি দ্রæত অপরাধীদেরকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত